June 8, 2023, 1:07 pm
নাগরিক মন্তব্য: গত তিন দিন চুপ ছিলাম,, আর চুপ থাকতে পারলাম না। গুনে ধরা সমাজ ও রাষ্ট্রের অসংগতি গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া আমাদের ই কাজ।-১৭ বছরের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের ফাঁকা বাসায় কখোনো তাহাজ্জুত নামাজ পড়তে যায়না। রোমান্স করতেই যায়।সকল ধর্ষকেরই শাস্তি হোক। তবে তার আগে আধুনিকতার নামে যারা নগ্নতাকে প্রমোট করে,বাল্যবিবাহ প্রতিরোধের নামে ধর্ষন কে প্রমোট করে,সেই সমস্ত নটি দের বিচার করা হোক।মূল ঘটনা হলো, “মেয়েটার বয়ফ্রেন্ড তাকে ডেকেছে বাসা খালি, আসো গ্রুপ স্টাডি করি। বিষয়টা মেয়ে তার পরিবারকে জানিয়েছেও! তারপর বাসায় গিয়ে হয়তো কিছুক্ষণ পড়েছে, তারপর অবৈধ কাজে লিপ্ত হয়েছে। অতপর মেয়েটার ব্লিডিং শুরু হয়েছে। ছেলেটা ভয় পেয়ে দ্রুত মেয়েটার পরিবারে খবর দিয়েছে এবং হসপিটালে সে নিজেই নিয়ে গেছে। হসপিটালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এটাও ছেলেটা মেয়ের ফ্যামিলিকে ফোন করে জানিয়েছে। পরে তার বন্ধুদেরও কল করে জানিয়েছে। ওরা হসপিটালে আসলে সবাইকে পুলিশ গ্রেফতার করে।”ঘটনার আদ্যোপান্ত মোটামুটি এরকম। বিভিন্ন মিডিয়ার বরাতে!এখন এখানে কে দোষী সেটা বিশ্লেষণ সাপেক্ষ। তবে এটা যে রেপের Case না সেটা মোটামুটি নিশ্চিত।মেয়েটা যদি মারা না যেতো তাহলে এতোকিছু কি হতো, নাকি দু’জনের পারিবারিক মৌন সম্মতিতে এরকম অবৈধ কাজ আরো হয়েই যেতো?ছেলেটাকে ধর্ষক বলার উপায় আছে? সে নিজেই তো মেয়ের পরিবারকে ইনফর্ম করেছে।মিডিয়ার বন্ধুদের কাছে প্রশ্নঃ আপনারা বিদেশীয় অশ্লীল কালচারের বিরুদ্ধে কখনো লিখেছেন? উল্টো এগুলোর প্রচারই তো করে গেছেন। রবি ১০ মিনিট, প্রথম আলো সহ সবগুলোতেই তো গ্রুপ স্টাডি, ফ্রী মিক্সিং প্রমোট করা হয়! এগুলোর দায়ভার কি তারা নিবেন?গোটা সমাজ ব্যবস্থাকেই দূষিত করে, বিয়েকে কঠিন করে, পরকীয়া, প্রেম এগুলোকে হালাল করে কোন যুক্তিতে উক্ত ঘটনাকে হাইলাইটস করতেছেন? মেয়েটা মারা না গেলে তো এগুলাকে নরমাল বলেই চালিয়ে দিতেন।ব্যভিচার যে একটা ক্রাইম, ফ্রী মিক্সিং যে এক ধরনের কু-কালচার সেটা আগে জোর গলায় প্রচার করেন। তারপর মাতামাতি করবেন।ছেলেটার সাথে মেয়েটার গার্ডিয়ানদেরকেও জেল হাজতে ভরা উচিত।সমাজের মুখে থু, মিডিয়ার মুখে থু, তথাকথিত যুবকদের মোটিভেশনাল আইকনদের মুখে থু।
নাগরিক পোস্ট: মন্তব্যটি লিখছেন:Arfin Limon