March 27, 2023, 4:59 pm
আনাহিতা হাশেমজাদেহ, ইরানি বাচ্চা মেয়ে। ৫ বছর বয়স মাত্র। মিডিয়া বলছে সে ভবিষ্যৎ বিশ্বসুন্দরী হতে যাচ্ছে। ইরানের আনাহিতা হাশেমজাদেহ বিশ্বের সবচেয়ে সুন্দর শিশুর খেতাব অর্জন করেছে। ২০১৬ সালের জানুয়ারি ইরানের ইশফাহান শহরে জন্মগ্রহণ করে আনাহিতা।
সে তার মিষ্টি হাসি ও দৃষ্টিনন্দন চেহারার জন্য খ্যাতি অর্জন করেছে। আনাহিতা তার ঝলমলে হাসি দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। বয়স কম হওয়ায় এবং সাইবার বুলিংয়িং থেকে রক্ষা পেতে তার মা নিজে ইনস্টাগ্রাম এর অ্যাকাউন্ট ম্যানেজ করেন।
২০১৮ সালের জুন মাসে যখন তার ছবি প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করা হয়, সেসব ছবি দেখে অনেকেই বেশ অভিভূত হয় এবং তার ছবির ওয়াল পেপার এবং গ্রুপ আইকন ব্যবহার শুরু করে। হঠাৎ একদিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর আবার আনাহিতার মা আরেকটি ইনস্ট্রগা্রম অ্যাকাউন্ট ওপেন করেন। তার মায়ের সাপোর্টে সে তিন বছর বয়সে মডেল বনে যায়। কমনীয় চেহারা, অনন্য সাধারণ প্রতিভা, বিস্ময়কর হাসি আর সুন্দর চোখের জন্য মানুষ তার ছবির বেশ পছন্দ করতে থাকে।
সোশ্যাল মিডিয়ায় আনাহিতার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার ফ্যান ফলোয়াররা খোঁজখবর নিতে থাকে। কিন্তু তার মা জানান যে খবরটি মিথ্যা, আনাহিতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। সাধারণ জ্বরে ভুগেছিল, মাশাআল্লাহ সে বর্তমানে সুস্থ্য আছে। মহান আল্লাহ তায়ালার সৃষ্টি মানুষ যে কত সুন্দর হতে পারে!!