1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আল্লামা জুনায়েদ বাবুনগরী

  • Update Time : শনিবার, জানুয়ারি ৩০, ২০২১

হেফাজত ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩০ জানুয়ারি ২০২১ বাদ আছর ওনাকে মেডিকেলে নেওয়া হয়। আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান বলেন, হুজুর ৪ দিন যাবত অসুস্থ, বাদ জোহর গায়ে হঠাৎ জ্বর আসে, এর শরীর দূর্বল হতে থাকে। হুজুরের কিডনিতে হালকা সমস্যা ও দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস এর কারনে শরীরে পানি জমে আছে । বাম পায়ে পানি জমে থাকার কারনে সামান্য ইনফেকশন দেখা দিয়েছে। তাই শনিবার বাদ আছর চিকিৎসা ও চেক-আপের জন্য চট্টগ্রামের সিএসসি আর হাসপাতালে আল্লামা বাবুনগরী ভর্তি করা হয়েছে।
তিনি দেশ বিদেশ সকল মুসলমানদের কাছে হুজুরের পরিপূর্ণ সুস্থতা দীর্ঘ নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category