February 25, 2021, 10:22 am
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী সুপর্ণা দত্তের কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (১ ফেব্রুয়ারী ২১ ইং) উপমন্ত্রীর বাসভবনে টাকা হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন, শাওন ঘোষ।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাজের বিত্তবানদের সুপর্না দত্তের চিকিৎসায় সহযোগিতা কামনা করেন, এবং তার পক্ষ থেকে আরো সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।