June 8, 2023, 1:08 pm
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক প্রবাসী যুবকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে আখখেতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার সকালে ওই ছাত্রীর বাবা বড়াইগ্রাম থানায় ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর নানার বাড়ি ও তাদের বাড়ি একই গ্রামে। মেয়েটি নানার বাড়ি থেকে ফেরার পথে নাজমুল ইসলাম তাকে জোর করে রাস্তার পাশের আখের খেতে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় ওই ছাত্রীর মা তাকে খুঁজতে বের হন। এ সময় মেয়েটির চিৎকার শুনে তার মা ওই আখখেতের পাশে গেলে নামজমুল ইসলাম পালিয়ে যান। অভিযুক্ত নাজমুল ইসলামের বাড়ি বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে।
তবে এ বিষয়ে অভিযুক্ত নাজমুলের মা নাজমা বেগম বলেন, ‘কয়েক দিন পরই আমার ছেলে সিঙ্গাপুর চলে যাবে। তার সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মেয়েটির পরিবার পরিকল্পিতভাবে ধর্ষণের মিথ্যা অভিযোগ করছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম বলেন, ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে নাজমুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।