1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

অমিক্রনের বিরুদ্ধে কার্যকর মডার্নার টিকার বুস্টার ডোজ

  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

দ্রুত সংক্রমণশীল অমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে মডার্নার করোনা টিকার বুস্টার ডোজ দৃশ্যত কার্যকর বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ল্যাবরেটরি পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তারা। প্রতিষ্ঠানটি বলেছে, বাজারে তাদের যে টিকা বিদ্যমান রয়েছে, তা দিয়েই অমিক্রনের বিরুদ্ধে প্রথম ধাপের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করছে তারা।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, নতুন শনাক্ত হওয়া অমিক্রন ধরনের বিরুদ্ধে বাজারে প্রচলিত তাদের টিকা (এমআরএনএ-১২৭৩) কতটুকু কার্যকর, সে বিষয়ে গভীরভাবে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। অমিক্রনের সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট কার্যকর, এমন টিকা উৎপাদনের পরিকল্পনা করছে মডার্না। তাদের আশা, আগামী বছরের শুরুতে এমন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে।

মডার্নার প্রধান চিকিৎসা কর্মকর্তা পল বারটন বলেন, ‘বর্তমানে আমাদের যে টিকা আছে সেটি খুবই কার্যকর ও নিরাপদ। আমি মনে করি, আসছে বড়দিনের ছুটি ও আগামী শীত মৌসুমে এটি মানুষকে সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম হবে।’

মডার্নার দাবি, তাদের দুই ডোজ টিকা অমিক্রনের বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরিতে যতটুকু ভূমিকা রাখে, তার চেয়ে ৫০ মাইক্রোগ্রামের বুস্টার ডোজ বেশি ভূমিকা রাখে। অন্যদিকে ১০০ মাইক্রোগ্রামের বুস্টার ডোজ প্রথম দুই ডোজের তুলনায় ৮০ গুণ বেশি কাজ করে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category