1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

অভিষেকে হাসান মাহমুদ এর ৩ উইকেট

  • Update Time : বুধবার, জানুয়ারি ২০, ২০২১

স্টাফ রিপোর্টার : তরুন পেসার হাসান মাহমুদ অভিষেকেই বাজিমাত করেছেন বোলিং জাদু দিয়ে।

নিয়মিত ঘরোয়া লিগ বঙ্গবন্ধু বিপিএল এ ব্যাটে বলে দারুন খেলে নির্বাচকদের নজর কেড়েছেন।

যার ফলে ওয়েস্ট ইন্ডিজ এর ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নেন।
মাহমুদউল্লাহ একাদশে বনাম তামিম ইকবাল একাদশের প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নিয়ে জায়গা করে নেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের চূড়ান্ত স্কোয়াডে।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচেই অভিষেক হয় তরুন পেসার হাসান মাহমুদের অভিষেক ক্যাপ পড়িয়ে দেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান
পাওয়েল এবং কাইল মেয়ার্সের ৫০ রানের জুটি বিছিন্ন করার জন্য তামিম ইকবাল বার বার বোলার পরিবর্তন করছিলেন ।
শেষ পর্যন্ত সাফল্য এনে দেন অভিষিক্ত হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাহিরের বলে মুশফিকুর রহিমের দূর্দান্ত ক্যাচে ভাঙে ৬৩ বলে ৫৯ রানের জুটি। জোড়া চার জোড়া ছয়ে ৩১ বলে ২৮ রান করেন পাওয়েল।
পরের বলেই রেমন রিফারকে LBW করে সাজঘরে পাঠান হাসান মাহমুদ।
তখন ৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১৯/৯।
আগের ওভারে জোড়া উইকেট নেওয়া হাসান মাহমুদ আঘাত আনলেন এবারও ৪ বলে ১ রান করা আকিল স্লিপে থাকা লিটনের হাতে জমা দেন ক্যাচ৷
ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ১২২/৯ ওভার ৩২।

হাসান মাহমুদ ৬ ওভার বল করে ১ টি মেডেন সহ ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
সাকিব আল হাসান ৭.২ ওভার বল করে ৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন৷
এছাড়াও ইনিংসের প্রথম ওভারে আঘাত আনা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নেন ২০ রানে ২ টি। মেহেদী মিরাজ ২৯ রানে একটি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন কাইল মেয়ার্স দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন পাওয়েল

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category