June 8, 2023, 11:28 am
সমগ্র বাংলাঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ডাক্তার বাড়ির পাশে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মোঃ ওসমান গনি (৩৫) নামের এক বালু ব্যবসায়ী।
ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ঐ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২২-০৫-২০২১ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন গোপন সূত্রের মাধ্যমে জানতে পারেন, ছাতিয়াইন ইউনিয়নের ডাক্তার বাড়ির পাশে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওসমান গণী (৩৫)। নোয়াপাড়া শাহপুর গ্রামের হাসিব আলীর ছেলে মো. ওসমান গণী (৩৫)।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আরো জানান, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিশেষে তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।