1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

অক্সফোর্ড কেজি এন্ড হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১, ২০২১
লাখাই সংবাদদাতা: “অক্সফোর্ড কেজি এন্ড হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান” লাখাই টাউনশীপে ২০২০ সালে স্থাপিত “অক্সফোর্ড কেজি এন্ড হাই স্কুল” এর শুভ উদ্বোধন ০১ই ফেব্রুয়ারি২০২১ রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে ।
লাখাই পাইলট ছাত্র সংসদের সদস্য ডি এইচ ইকরামের সঞ্চালনায়,শাহজালাল সরকারি কলেজের প্রফেসর ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান  জনাব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ মানুষের নেতা,লাখাই উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ,বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব,মুশফিউল আলম আজাদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং লাখাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, আইয়ুব রেজা(ইমরান),হবিগঞ্জ বি.কে.জে.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও লাখাই পাইলট ছাত্র সংসদ এর সম্মানিত উপদেষ্টা  হাবিবুর রহমান হাবিব,জনাব আলমগীর আলম তালুকদার মাহফুজসভাপতি ১ং লাখাই ইউনিয়ন আওয়ামী,  লাখাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শরীফ উদ্দিন তালুকদার,জনাব সোহেল রানা,আব্দুল ওয়াহাব, আব্দুল কাইয়ূম সাবেক মেম্বার ৫ নং ওয়ার্ড, সুলতান সরদার,শামছু মিয়া অবসর প্রাপ্ত শিক্ষক, সাজিজুল মিয়া,আব্দুল আজিজ, আব্দুল নূর সাবেক মেম্বার, ইফতেখার ইসলাম ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
অক্সফোর্ড কেজি এন্ড হাই স্কুলের উদ্যোক্তা, লাখাই উপজেলা ছাত্র লীগের সদস্য ও লাখাই পাইলট সংসদ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জসীম উদ্দিনের স্বাগত বক্তব্যে কেজি স্কুলের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। তিনি শিক্ষার দিক বিবেচনা করে উক্ত প্রতিষ্ঠানে ৫০হাজার টাকা অনুদান দিবেন বলে আশ্বাস দেন । এছাড়াও লাখাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উন্নত শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তিনিও উক্ত প্রতিষ্ঠানে ৫০হাজার টাকা অনুদান দিবেন বলে আশ্বাস দেন । এরপর লাখাই টাউনশিপ কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোশাররফ হোসেন হুসাইন রাহমানি সাহেব দোয়া করেন।
পরিশেষে মিষ্টি মুখের মাধ্যমে আমন্ত্রিত অতিথিগণ শিক্ষাপ্রতিষ্ঠান টি উদ্বোধন করেন ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category